এ থেকে একটা বিষয় বোঝা যাচ্ছে যে, চিকিৎসার মাণ নিরূপণ করতে গেলে কে নিরূপণ করছেন বা তাঁর কি পরিপ্রেক্ষিত, সে ব্যাপারটা খেয়াল রাখতে হবে । রোগীরা যেভাবে মান মাপবেন, চিকিৎসক সেভাবে মাপবেন না। যে ইনসিওরেন্স কোম্পানী চিকিৎসার ব্যয়ভার বহন করছে, তারা দেখতে চাইবে কত কম টাকায় চিকিৎসা করানো যেতে পারে। চিকিৎসক বা চিকিৎসক দল চাইবেন তাঁর দক্ষতা নিয়ে  যেন কোন প্রশ্ন না ওঠে, তাতে কার কতটা খরচ হল সেটা বড় কথা নয়, মোট কথা রোগী সুস্থ হবেন, বা অন্তত পক্ষে তাঁর কষ্টের সাময়িক বা দীর্ঘমেয়াদী উপশম ঘটবে, এইটাই চিকিৎসার মুখ্য উদ্দেশ্য, অতএব, চিকিৎসা পরিষেবার মান নির্ধারণে এ  ব্যাপারটিকে গুরুত্ব দিতে হবে। এই বিষয়গুলো হয়ত পরস্পরবিরোধী অবস্থান নয়, তবে এ নিয়ে শরিকদের নিজেদের মধ্যে টানাপোড়েন থাকার কথা। অতএব সবাই মেনে নেবে এমন গুণমান পরিমাপ করতে গেলে একটা সকলের কাছে গ্রহণযোগ্য, এমন একটা ব্যবস্থা চাই। আরেকটি ত্রিকোণকে দেখা যাক -- স্বাস্থ্য "ব্যবস্থার"  ত্রিকোণ।